বিয়ে করলেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়া, পাত্রী কে ?

0
2

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়া। সাতপাকে বাঁধা পড়লেন তিনি। পাত্রী হিমানি মোর । বিদেশে পড়াশোনা করেন তিনি। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই খুশির খবর দেন নীরজ। টোকিও এবং প্যারিস অলিম্পিক্সে পর পর দু’টি অলিম্পিক্সে পদক জিতেছিলেন নীরজ। প্রথম ভারতীয় হিসাবে টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা এনে দিয়েছিলেন দেশকে। প্যারিস অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন নীরজ।

এদিন বিয়ের কথা জানিয়ে নীরজ সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে লেখেন, “ পরিবারকে সঙ্গে নিয়ে জীবনের নতুন একটা পর্ব শুরু করলাম। যাঁদের আশীর্বাদে এটা সম্ভব হল তাঁদের কাছে আমি ধন্য। ভালবাসায় বাঁধলাম সারা জীবনের জন্য।“

 

View this post on Instagram

 

A post shared by Neeraj Chopra (@neeraj___chopra)

নীরজের বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। হাল্কা গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন পাত্র নীরজ। মাথায় ছিল গোলাপি পাগড়ি। গলায় গোলাপি গোলাপের মালা। পাত্রী হিমানিও পরেছিলেন হাল্কা গোলাপি রঙের পোশাক। তাঁর গলাতেও ছিল গোলাপি রঙের গোলাপ ফুলের মালা।

আরও পড়ুন- আইএসএল-এ ফের হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের, গোয়ার কাছে হারল ১-০ গোলে