সত্যি কি প্রিয়া সারোজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিঙ্কু ? মুখ খুললেন প্রিয়ার বাবা

0
2

সম্প্রতি গুঞ্জন ছড়ায় বাগদান পর্ব সেরে ফেলেছেন রিঙ্কু সিং। পাত্রী সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। যদিও এই নিয়ে সেই নিয়ে মুখ খোলেননি রিঙ্কু বা তাঁর পরিবার। আর এবার এই নিয়ে মুখ খুললেন প্রিয়া সরোজের বাবা তুফানি সরোজ। জানালেন রিঙ্কুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁর মেয়ে প্রিয়া । তবে বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি। দিন ঠিক হবে ইংল্যান্ড সিরিজের পর।

এই মুহুর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে কলকাতায় রিঙ্কু । আর তারই ফাঁকে প্রিয়ার বাবা তুফানি সরোজ বলেন, “ শেষ বার যখন রিঙ্কুর পরিবারের সঙ্গে কথা হয়েছিল তা ইতিবাচক ছিল। ওদের বিয়ে নিয়ে কথা চলছে। প্রিয়া এবং রিঙ্কু একসঙ্গে বসিয়ে তারিখ ঠিক করা হবে। আগামী লোকসভা অধিবেশন এবং টি-২০ সিরিজ শেষ হওয়ার পর সেটা সম্ভব হবে। তখনই বিয়ের তারিখ ঠিক করা হবে।“ এরপর তিনি আরও বলেন, “ প্রিয়ার এক বন্ধুর বাবা ক্রিকেটার ছিলেন। সেই সূত্রেই রিঙ্কু এবং প্রিয়ার দেখা হয়। অনেক দিন ধরেই ওরা একে অপরকে চেনে। “

সম্প্রতি গুঞ্জন ছড়ায় বাগদান পর্ব সেরে ফেলেছেন রিঙ্কু সিং। পাত্রী প্রিয়া। তবে সেই নিয়ে মুখ খোলেননি রিঙ্কু-প্রিয়া।

আরও পড়ুন- এবার কি ঘোরোয়া ক্রিকেটে সিরাজ ? এল বড় আপডেট