পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, থানায় আত্মসমর্পণ যুবকের

0
1

স্ত্রী অন্যের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে সন্দেহে শ্বাসরোধ করে তরুণীকে খুন আরামবাগের যুবকের। ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত স্বামী। আরামবাগ সালেপুরের দাসপাড়া এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গুণধর স্বামীর নাম রণজিৎ দাস (Ranjit Das)। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় বছর পনেরো আগে মিঠু দাস (Mithu Das) নামে এক তরুণীকে বিয়ে করেন অভিযুক্ত। তাঁদের সন্তানও রয়েছে। কিন্তু দম্পতির মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়া- অশান্তি লেগে থাকতো। তাঁদের এক সন্তান রয়েছে বলে জানা গেছে। শনিবার রাতেও তুমুল ঝামেলা হয়। এরপরই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন যুবক এবং সোজা থানায় গিয়ে পুলিশকে সবটা জানান। যুবকের ঘর থেকে মহিলার দেহ উদ্ধার করার পর রণজিতকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের মায়ের দাবি, বউমা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তা নিয়ে অশান্তি লেগেই থাকত। সেই কারণেই এই ঘটনা। খুনের নেপথ্যে শুধুই কি সন্দেহ নাকি অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।