সাইবার ফ্রড (Cyber Fraud) থেকে ফোন চুরির মতো বিষয়, গ্রাহকদের এই সমস্যার সমাধানে সরকার নিয়ে এল এক নতুন অ্যাপ (Sanchar Sathi App)। সম্প্রতি টেলি কমিউনিকেশন বিভাগ (DoT) জনগণের সুবিধার জন্য সঞ্চার সাথী অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রতারণা থেকে শুরু করে হারিয়ে যাওয়া ফোনের অভিযোগ মোবাইলেই করা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সঞ্চার সাথী অ্যাপ চালু করার সময় বলেন, এই অ্যাপের মাধ্যমে দেশের মানুষ নিরাপদে থাকবে ও গোপনীয়তা বজায় থাকবে।
এই অ্যাপে গিয়ে জানা যাবে, কতগুলি সংযোগ আপনার নামে নেওয়া হয়েছে। জালিয়াতি করে এই ফোনের কানেকশন নেওয়া হয়েছে কিনা ? এখানে দেখেই সেই কানেকশনগুলি ব্লক করা যেতে পারে। এছাড়া অ্যাপে গিয়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনের রিপোর্ট করা যাবে। এতে ডিভাইসটিকে ট্র্যাক করা যাবে। এছাড়াও, ভুয়ো বার্তা ও কলের অভিযোগ করা যেতে পারে।
–
–
–
–
–
–
–
–
–