ফলতায় সেবাশ্রয় শিবিরের অষ্টম দিনে ১৮ হাজার মানুষ পেলেন স্বাস্থ্য পরিষেবা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে সুস্বাস্থ্য শিবির চলছে সেখানে অষ্টম দিনে উপস্থিতির সংখ্যা ছিল ১৮,০৬২ জন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেইসঙ্গে বিভিন্ন রকমের টেস্ট ও ওষুধ বিতরণও করা হয়। উন্নত চিকিৎসার জন্য অনেককে রেফার করা হয় রাজ্যের হাসপাতালে।
ডায়মন্ড হারবার ও ফলতা মিলিয়ে মোট ১৮ দিন পরিষেবা প্রদান করা হল। সেবাশ্রয়ের সূচনা থেকে এদিন পর্যন্ত ৩,৯০,৮২৯ জন পরিষেবা পেলেন। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত আরও পাঁচটি বিধানসভা এলাকায় হবে এই শিবির। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, সেবাশ্রয়ে সম্মিলিত পদক্ষেপে জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করছি আমরা। বিনামূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন মানুষ।
আরও পড়ুন- বিয়ে করলেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়া, পাত্রী কে ?
_
_
_
_
_
_
_
_
_