গলায় রেডিও কলার না থাকায় জিনতের সঙ্গীর খোঁজ পেতে ট্র্যাপ ক্যামেরা বসাতে হয়েছিল বনদফতরকে। তাতেই মিলল সাফল্য, ক্যামেরায় দেখা দিল দক্ষিণরায়। পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে দিন কয়েক ধরে বাঘ ঘোরাফেরা করছিল। আতঙ্ক বেড়েছিল এলাকায়। শনিবার ভোরে পুরুলিয়ার সেই রাইকা পাহাড়ের (যেখানে জিনতকে দেখা গেছিল) জঙ্গলে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা দিল ডোরাকাটা। ছবি দেখে বন দফতরের (Forest Department)আধিকারিকদের অনুমান বাঘের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর। এটি পূর্ণ বয়স্ক বাঘ, এই বিষয়ে নিশ্চিত করেছেন বনকর্মীরা। এরপরই বাঘবন্দির পরবর্তী পদক্ষেপ করা শুরু। খাঁচা পাতার পাশাপাশি ঘুমপাড়ানি গুলিরও বন্দোবস্ত করা হয়েছে।
বনদফতরের অনুমান জিনতের (Zeenat)পিছু পিছুই এই বাঘ রাইকার জঙ্গলে চলে আসে। তা থেকেই পুরুষবাঘটিকে জিনতের প্রেমিক বা সঙ্গী বলে অনুমান আধিকারিকদের।গত কয়েকদিন ধরে বাঘের পায়ের ছাপ দেখে স্থানীয় ভাবে তার উপস্থিতির আন্দাজ পাওয়া গেলেও বাঘের অবস্থান নিয়ে তেমন নিশ্চিত তথ্য মিলছিল না। এদিন সকালে ট্র্যাপ ক্যামেরায় ছবি ধরা পড়তেই বাঘের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিরামগোড়ার জঙ্গল থেকে রাইকা পাহাড়ে ফেরার পথে ভোর ৩টে ২৫ মিনিট নাগাদ বাঘটির ছবি ধরা পড়ে। বাঘের সম্ভাব্য গতিপথে নতুন করে খাঁচা বসানোর কাজ শুরু হয়েছে। হুলাপার্টিকে ডাকা হয়েছে এবং ঘুমপাড়ানি গুলি বিশেষজ্ঞদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। খুব তাড়াতাড়ি এই বাঘকে সুস্থভাবে ধরে ফেলার ব্যাপারে আশাবাদী বন দফতরের কেন্দ্রীয় চক্রের মুখ্য বনাধিকারিক এস কুলানডাইভেল।
–
–
–
–
–
–
–
–
–