ফের লাইনচ্যুত মালগাড়ি! দুর্ভোগ যাত্রীদের

0
3

আবারও লাইনচ্যুত মালগাড়ি। শনিবার তারাপীঠ রোড রেলস্টেশনের দাঙ্গাল রেলগেটের কাছে কয়লা বোঝাই মালগাড়িটির একটি চাকা ভেঙে যায়। এর জেরে একাধিক ট্রেন দাঁড়িয়ে একের পর এক স্টেশনে। যার ফল ভুগতে হচ্ছে যাত্রীদের। যাত্রীরা দুর্ভোগের শিকার। কেউই নিজেদের কাজে সময় মতো পৌঁছতে পারেননি।

খবর দিলে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছন। পরে মেরামতির বন্দোবস্ত করে লাইন পরিষ্কারের কাজ শুরু হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। বর্ধমান-রামপুরহাট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- রাজ্যের কৃষকদের শস্য বিমার আওতায় আনার সময় বেঁধে দিলেন শোভনদেব