রোলার কোস্টারে (Roller Coaster) চড়ে আনন্দ করতে গিয়ে মারাত্মক অভিজ্ঞতার সম্মুখীন হতে হল আরোহীদের। হায়দরাবাদের ‘নুমাইশ’ প্রদর্শনী প্রাঙ্গণে গত ১৬ জানুয়ারির এক দুর্ঘটনার ভিডিও সামনে এসেছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ), যেখানে দেখা গেছে আচমকাই শূন্যে বিকল হয়ে গেছে এক রোলার কোস্টার। আরোহীরা কার্যত উল্টো হয়ে বিপদজনক ভাবে ঝুলছেন। অপরদিকে দিকে, বেশ কয়েক জন রোলার কোস্টারে চেপে সেটি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠছেন নেটাগরিকরা।
এই প্রসঙ্গে প্রদর্শনী প্রাঙ্গণের এক কর্তা জানিয়েছেন যে রোলার কোস্টারটি পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছিল। সেইসময় যান্ত্রিক সমস্যার কারণে শূন্যে ঝুলে যায় রোলার কোস্টারটি। তবে আধঘণ্টা ধরে শূন্যে ঝুলে থাকার বিষয়টি অবশ্য তিনি মানতে চাননি। প্রদর্শনী প্রাঙ্গণের সেক্রেটারি সুরেন্দর রেড্ডি জানিয়েছেন ৫ মিনিটের মধ্যেই নাকি সব ঠিক হয়ে যায়। প্রযুক্তিবিদেরা দ্রুত ব্যাটারি প্রতিস্থাপন করায় আবার আগের মতো চলতে শুরু করে কোস্টার। যদিও সেই দাবি মানতে নারাজ নেটাগরিকদের একাংশ। ভাইরাল ভিডিও সামনে আসায় প্রত্যেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
–
–
–
–
–
–
–
–
–