সপ্তাহান্তে শনিবার বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা। যার জেরে ভোগান্তির মুখে পড়তে পারেন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। মেরামত, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, আগামী ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা। যার প্রভাব পড়বে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন, টালিগঞ্জ, চেতলা, বেহালা, কসবা এলাকায়। পুরসভার তরফে জানানো হয়েছে, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কাজের জন্য বন্ধ থাকবে পরিষেবা। পুরসভার তরফে আরও জানানো হয়েছে, কালীঘাট, চেতলা, গল্ফগ্রিন, বাঁশদ্রোণী, গড়ফা, গার্ডেনরিচ এবং পর্ণশ্রীর এলাকার বাসিন্দারারও সংশ্লিষ্ট দিনে জল সঙ্কটে পড়বেন। বজবজ এবং মহেশতলাতেও শনিবার বন্ধ থাকবে জল সরবরাহ।
দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির বিশাল অংশ জুড়ে বুস্টার পাম্পিং স্টেশন রয়েছে। যেখানে জল যায় গার্ডেনরিচ থেকে। কলকাতা পুরসভা জানিয়েছে, শহর এবং শহরতলির যেসব এলাকা গার্ডেনরিচ থেকে জল সরবরাহ করা হয়, সেই সব জায়গাতেই বন্ধ থাকবে পরিষেবা। গার্ডেনরিচ প্ল্যান্ট প্রতিদিন ২১০ মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ করে। উত্তর ২৪ পরগনার পলতার পর যা দ্বিতীয় বৃহত্তম। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় বন্ধ করা হবে জল সরবরাহ। তার আগে সকালে জল মিলবে। সন্ধের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। যদিও কাজ শেষের পর জল সরবরাহ শুরু করা যাবে না। পরের দিন অর্থাৎ ১৯ জানুয়ারি সকাল ৬টা থেকে ফের জল সরবরাহ শুরু হবে ১৯ জানুয়ারি, রবিবার সকাল ৬টা থেকে।
–
–
–
–
–
–
–
–
–