পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিতর্কিত রিঙ্গার ল্যাকটেটকে ক্লিনচিট দিল মুম্বইয়ের (Mumbai) ড্রাগ টেস্টিং ল্যাব। কর্নাটক সরকারের অভিযোগের ভিত্তিতে পরীক্ষার পর ওই সংস্থার ওই স্যালাইনকে ক্লিনচিট দেয়। তবে, যেহেতু জীবাণুমুক্ত করার প্রক্রিয়ার মাপকাঠিতে পাশ করতে পারেনি সংস্থা। সেই কারণে এখনই ওই স্যালাইনে (Saline) নিষেধাজ্ঞা জারি রাখছে রাজ্য সরকার।
মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর অভিযোগের পরেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন-সহ ১০টি ওষুধ রাজ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য ভবন। কর্নাটক সরকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্র-রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে চোপড়ার কারখানা থেকে নমুনা সংগ্রহ করেন। মুম্বইয়ের ড্রাগ টেস্টিং ল্যাবে রিঙ্গার ল্যাকটেট পরীক্ষা হয়। সেখানে ওই সংস্থার স্যালাইনকে (Saline) ক্লিনচিট দেওয়া হল। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে মুম্বইয়ের ল্যাবের রিপোর্ট জমা করা হয়েছে।
বৃহস্পতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, অনেক স্টেটে এই স্যালাইন এখনও চলছে। এরমধ্যে অন্য কোনও কাহিনী থাকতে পারে, আমি সেটার মধ্যে যাবো না। আমরা এটা পুনরায় পরীক্ষা করাবো। প্রয়োজনে অন্য কোনো সংস্থা থাকলে সেটা দেখবো। শুক্রবারের রিপোর্টে ক্লিনচিট পায় রিঙ্গার ল্যাকটেট। তবে এখনও এই স্যালাইনে নিষেধাজ্ঞা জারি রাখছে রাজ্য। কারণ, একটা সেটিকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়ার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেনি ওই সংস্থা। আরও একবার পরিদর্শন হবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে নিষেধাজ্ঞা তোলা হতে পারে। রিঙ্গার ল্যাকটেট নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর।
–
–
–
–
–
–
–
–





























































































































