বছর শুরুতেই উত্তরে মুখ্যমন্ত্রী: সোমে রওনা তিন জেলার সফরে

0
3

সোমবার উত্তরের তিন জেলার প্রশাসনিক কার্যক্রম খতিয়ে দেখতে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদ মালদহ এবং আলিপুরদুয়ার যাওয়ার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। এবছর ২৩ শে জানুয়ারি হাসিমারাতে নেতাজির জন্ম দিবসের (Netaji Birth Anniversary) অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

মুর্শিদাবাদ (Murshidabad) দিয়েই নতুন বছরের প্রথম উত্তরের জেলা সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার দুপুরে মুর্শিদাবাদ পৌঁছবেন তিনি। হাজারদুয়ারির পাশে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে জেলার পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে যাবেন মালদহে (Maldah)। সেখানে রয়েছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। মালদহে নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের পরিবারের সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর।

সম্প্রতি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে (Alipurduar) যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো মালদহ (Maldah) থেকে বুধবার আলিপুরদুয়ারের (Alipurduar) পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি হাসিমারায় নেতাজির জন্ম দিবসের অনুষ্ঠান। সেখানে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। আলিপুরদুয়ার থেকে দার্জিলিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেক্ষেত্রে ২৫ জানুয়ারি তিনি কলকাতায় ফিরতে পারেন।