ভালো আছেন সইফ আলি খান (Saif Ali Khan)। শুক্রবার সকালে লীলাবতী হাসপাতালের ডাক্তাররা জানান শারীরিক অবস্থার উন্নতি হওয়ার কারণে অভিনেতাকে আইসিইউ (ICU) থেকে স্পেশাল কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন করিনা কাপুর এবং শর্মিলা ঠাকুর। অভিনেতার চিকিৎসক নিউরোসার্জেন ডাক্তার নীতিন ডাঙ্গে জানিয়েছেন, আঘাতের কারণে সপ্তাহখানেক চলাফেরা করতে পারবেন না সুপারস্টার। তবে তিনি দ্রুত সুস্থ হচ্ছেন এবং সকাল থেকে স্বাভাবিক কথাবার্তাও বলছেন। আপাতত পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে। ‘রিলের মতো রিয়েলেও হিরো সইফ আলি খান’, মন্তব্য ডাক্তারদের।
দেহের একাধিক জায়গায় ছুরির আঘাত, গভীর ক্ষত। তবু মনোবল টলেনি শর্মিলা-পুত্রের। দুই মিলিমিটারের ছুরির ভাঙ্গা অংশ বের করার পরও সেরিব্রোস্পাইনাল তরল নিঃসরণ আটকাতে বেশ বেক পেতে হয়েছে ডাক্তারদের। বৃহস্পতিবার অপারেশনের পর ICU-তে রাখা হয় অভিনেতাকে। কিন্তু শুক্রবার সকালে তাঁর আত্মবিশ্বাস এবং জীবনীশক্তির প্রশংসায় পঞ্চমুখ চিকিৎসকরা। অভিনেতার মেডিক্যাল টিমের সদস্যদের তরফে এদিন সাংবাদিক বৈঠকে জানানো হয়, অল্পের জন্য বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেছে শিরদাঁড়া। সামান্য হাঁটাচলা করেছেন। তবে ক্ষতস্থানের সংক্রমণ এড়াতে আপাতত বাইরের লোকের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিনদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে সইফকে।
–
–
–
–
–
–
–
–
–
–