ছাত্রীদের পোশাক খোলানোর সিদ্ধান্তে প্রিন্সিপালকে সমর্থন জেলা প্রশাসনের!

0
1

ঝাড়খণ্ডের ধানবাদের স্কুলে কয়েক জন ছাত্রীকে পোশাক ছাড়া বাড়ি পাঠানোর সিদ্ধান্তে প্রিন্সিপালকে নির্দোষ বলছে জেলা প্রশাসন। আজব যুক্তিতে ক্ষুব্ধ অভিভাবকরা। দশম শ্রেণির পরীক্ষার শেষ দিনে পরস্পরের পোশাকে বার্তা লিখছিল ছাত্রীরা। শুধুমাত্র এই কারণে ৮০ জন ছাত্রীর জামা খুলিয়ে ব্লেজার পরিয়েই বাড়ি পাঠানোর নির্দেশ দেন প্রিন্সিপাল। ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে যায়। প্রিন্সিপালের এই ধরনের কাজের সমালোচনার ঝড় বয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হল স্কুলে ছাত্রীদের পোশাক খুলিয়ে বাড়ি পাঠানোর ঘটনাকে প্রিন্সিপালের ভুল নয় বলে দাবি করল জেলা প্রশাসন।

মহকুমাশাসক তাজেশ কুমারের নেতৃত্বে একটি তদন্তকারী দল সোমবার রিপোর্ট জমা দেয়। দু’পক্ষের সঙ্গে কথা বলে মহকুমাশাসক জানান যে অভিভাবক এবং তদন্তকারী দলকে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে কিন্তু আপত্তিজনক কোনও কিছু পাওয়া যায় নি। যদিও প্রিন্সিপালের এই ধরনের কাণ্ডের বিরুদ্ধে সমালোচনার ঝড় শুরু হয় বিভিন্ন মহলে। বিক্ষোভের আঁচ বাড়তে শুরু করায় ক্ষমা চেয়ে নেন প্রিন্সিপাল।