শিলিগুড়িতে স্ত্রী ও ছেলেকে খুন করে আত্মঘাতী এক ব্যক্তি, শিলিগুড়ির উত্তর সমর নগরএলাকার বউবাজারের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে আজ সকালেই এই তিনজনের দেহ উদ্ধার হয়েছে , দুজনের গলা কাটা দেহ উদ্ধার এবং ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের বাসভবনে। এরপরে খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম শ্যামল রায় ২৮ বছর বয়স পেশায় রাজমিস্ত্রি ছিলেন সে এবং তার স্ত্রী টুম্পা রায় বয়স ২৩ এবং তাদের পুত্র সন্তান পিন্টু রায় বয়স পাঁচ। এই তিনজনকেই মৃত অবস্থায় ঘর থেকে উদ্ধার করেন এলাকাবাসীরা।
জানা গিয়েছে পরিবারটি ওই এলাকায় দীর্ঘদিন ধরেই ভাড়া থাকতেন। পুলিশের অনুমান শ্যামল রায় প্রথমে তার স্ত্রী এবং ছেলেকে গলা কেটে খুন করে এবং তার পরবর্তীতে নিজে আত্মঘাতী হন। সূত্র মারফত আরও জানা গিয়েছে বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে মানসিক অবসাদের পর এই সিদ্ধান্ত নেন শ্যামল রায়। স্থানীয়রা জানিয়েছেন আর্থিক অনটন ও বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে, মানসিক অবসাদের ফলে এই ঘটনা । স্থানীয় সূত্র জানা গিয়েছে, আর্থিক অনটন সহ্য করতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছে পরিবারটি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে এবং তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত সাপেক্ষে প্রথমে সেই ব্যক্তি একটি ছুরি দিয়ে স্ত্রী এবং পুত্রের সন্তানের গলার নলী কেটে দেন এবং তারপর নিজে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।
–
–
–
–
–
–
–
–
–