পুলিশের উপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চারগুণ গুলি চলবে। উত্তর দিনাজপুরের (North Dinajpur) জখম দুই পুলিশকর্মীকে দেখে বেরিয়ে এই বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (State Police DG Rajiv Kumar)।
বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে সাজ্জাক আলম নামে এক জেলবন্দিকে আদালত থেকে জেলে ফেরত নিয়ে যাওয়ার সময় হঠাৎই গুলি চালায় সে। আহত হন দুই পুলিশ কর্মী। গুলিবিদ্ধ দুই পুলিশ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার, তাঁদের দেখে বেরিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি (State Police DG Rajiv Kumar)। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে তিনি সাফ জানান, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।”
পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় আহত দুই পুলিশ কর্মী শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে আপাতত চিকিৎসাধীন। তাঁদের দেখতে এদিন সকালে রাজীব কুমার সেখানে উপস্থিত হন। বেসরকারি হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে তিনি চলে যান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। সেখানে উত্তরবঙ্গের আইজি, উত্তরবঙ্গের ডিআইজিরা, শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ প্রতিটি জেলার এসপি ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রায় ঘণ্টা খানেক রুদ্ধদ্বার বৈঠক করেন রাজীব কুমার ৷
বৈঠক শেষে ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কাজ করে। পুলিশের উপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চারগুণ গুলি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ তার জন্য ট্রেনিংপ্রাপ্ত। দুজন পুলিশকর্মীর উপর যে হামলা হয়েছে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।
–
–
–
–
–
–
–