মেদিনীপুরে প্রসূতিদের অস্ত্রোপচারে ছিলেন না সিনিয়র ডাক্তার, জুনিয়রদের দিয়ে কাজ: বিস্ফোরক অভিযোগ মুখ্যসচিবের

0
1

মেদিনীপুর মেডিক্যালে (Madinipur Medical College And Hospital) প্রসূতিদের অস্ত্রোপচারের সময় ছিলেন না কর্তব্যরত সিনিয়র ডাক্তার আরএমও। জুনিয়র ডাক্তারদের নিয়ে অপরেশন করা হয়। বৃহস্পতিবার, নবান্নে (Nababanna) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিস্ফোরক অভিযোগ মুখ্যসচিব (Chief Secretary) মনোজ পন্থ।

মুখ্যসচিব অভিযোগ করেন, অপরেশনের সময় নিয়ম মানা হয়নি। সংক্রমণ রোধের নিয়মও মানা হয়নি। নিয়ম মেনে কাজ করলে মৃত্যু এড়ানো যেত বলে মনে করা হচ্ছে। শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিজার করে শিশুর জন্ম দেওয়ার পরে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যেুও ঘটে। বাকি চারজনেরক মধ্যে ৩জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায়, রবিবার রাতে গ্রিন করিডর করে কলকাতায় SSKM হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

এই ঘটনায় তদন্তদল গড়ে রাজ্য। তদন্তকমিটির সম্পূর্ণ রিপোর্ট জমা পড়তে দেখে যায়, সেখানে উল্লেখ রয়েছে যে, সেই রাতে ডিউটিতে আরএমও ছিলেন। তিনিই সিনিয়র চিকিৎসক। তাঁরই অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু যে সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তিনি ওটিতে গিয়েও ছিলেন। কিন্তু তিনি সিজার করেননি। PGT-দের দিয়ে অপারেশন করানো হয়েছে- বলে রিপোর্টে উল্লেখ।

স্বাস্থ্য ভবনের গড়া তদন্ত দলের সাড়ে পাঁচ পাতার ফাইনাল রিপোর্টে উল্লেখ, কোনও প্রোটোকল না মেনেই নাকি পাঁচ প্রসূতিকে অক্সিটোসিনের হাই ডোজ দেওয়া হয়েছিল। ১০ ইউনিটের বদলে সবাইকে ১৫ থেকে ২৫ ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়। অতিরিক্ত রক্তপাত রুখতে এই অক্সিটোসিন ব্যবহার করা হয়। কিন্তু একজন ছাড়া আর কোনও রোগীর রক্তপাত বেশি হয়েছে বলে টিকিটে লেখা ছিল না। অতিরিক্ত অক্সিটোসিনের কারণে প্রসূতিদের রক্তচাপ দ্রুত কমে যায় বলে রিপোর্টে উল্লেখ। তদন্ত রিপোর্ট উল্লেখ করে এদিন বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যসচিব (Chief Secretary)