ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভায় চলছে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার এই স্বাস্থ্য শিবিরে পঞ্চম দিনেও ব্যাপক সাড়া পড়ল ফলতায়। এদিন সেবাশ্রয় ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেলে ফলতার ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বৃহস্পতিবার ফলতার সেবাশ্রয় ক্যাম্পের পঞ্চম দিনে ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়েরর ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে চিকিৎসা পেয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ছাত্রছাত্রীরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত এই সেবাশ্রয় ক্যাম্পে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে এসেছিলাম। শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। আমরা এর দ্বারা খুব উপকৃত হয়েছি।
উল্লেখ্য, নভেম্বরের শেষে অভিষেক এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন। গত ২ জানুয়ারি নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিষেবার কর্মযজ্ঞের সূচনা করেন তিনি। চলবে ২০ মার্চ পর্যন্ত। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় সাত দফায় হবে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কর্মসূচি। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন।
আরও পড়ুন- অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, খুশির হাওয়া কর্মচারী মহলে
_
_
_
_
_
_
_