বাঘাযতীনে বহুতল বিপর্যয় কাণ্ডে গ্রেফতার প্রোমোটর শুভাশিস

0
1

বাঘাযতীনে বহুতল হেলে পড়ার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত প্রোমোটর শুভাশিস রায়কে (Subhasish Roy)গ্রেফতার করল পুলিশ। দুর্ঘটনার পর থেকেই তিনি বকখালিতে গা ঢাকা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। সেখানকার এক হোটেল থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

বৃহস্পতিবার ঘটনাস্থলে বহুতল ভাঙার কাজ পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, অভিযুক্তরা প্রশাসনকে না জানিয়ে বাড়ি নির্মাণ করেছিল। এমনকী মাটির পরীক্ষা না করেই হাইড্রোলিক জ্যাকের কাজ করা হচ্ছিল। প্রোমোটারের গাফিলতির কারণেই এই বিল্ডিং বিপর্যয় বলে দাবী করেছিলেন তিনি। কলকাতা পুরসভার (KMC)অনুমতি ছাড়া এই বিল্ডিংয়ের কাজ করা হয়েছে। গাড়ি লিফট করার যন্ত্র নিয়ে বাড়ি লিফটিং করার হচ্ছিল বলেও অভিযোগ করেন মেয়র। অবশেষে এদিন দুপুরে গ্রেফতার করা হল শুভাশিসকে।