নতুন সুপার নিয়োগ মেদিনীপুর মেডিক্যালে! বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্যভবনের 

0
1

কর্তব্যে গাফিলতির দায়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড হয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার জয়ন্ত রাউত। সাসপেনশনের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন সুপার নিয়োগ করা হল মেদনীপুর মেডিক্যালে। দায়িত্ব দেওয়া হয়েছে সাগর দত্ত মেডিক্যাল কলেজের ইএনটি বিশেষজ্ঞ অধ্যাপক ইন্দ্রনীল সেনকে। এদিনই রাতে হাসপাতালে পৌঁছান তিনি। আপাতত তিনিই মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার হিসেবে দায়িত্ব সামলাবেন। পাশাপাশি এছাড়া আর জি কর মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক দেবদত্ত ঘোষ, বর্ধমান মেডিক্যালের একই বিভাগের চিকিৎসক দেবদূত বন্দ্যোপাধ্যায় ও তপন গঙ্গোপাধ্যায় এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চিকিৎসক সন্ন্যাসীচরণ বর্মনকে বদলি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। আপাতত এই পাঁচ সিনিয়র চিকিৎসক মেদিনীপুরের স্ত্রীরোগ বিভাগ সামলাবেন।

আরও পড়ুন- রিঙ্গার ল্যাকটেট: তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের, পুনরায় পরীক্ষা করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_