রিঙ্গার ল্যাকটেট নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক স্টেটে এই স্যালাইন এখনও চলছে। এরমধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি সেটার মধ্যে যাবো না। আমরা এটা পুনরায় পরীক্ষা করাবো। প্রয়োজনে অন্য কোনো সংস্থা থাকলে সেটা দেখবো।
মুখ্যমন্ত্রী বলেন, এই গাফিলতি যারা করেছেন, ডিউটি থাকা সত্ত্বেও যারা ডিউটি করেন নি। একজন তো শোনা গেছে ওখানে বসে প্রায় ৩০/৪০ কিঃমিঃ দুরের বালিচকে গিয়ে অপারেশন করেছেন। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু যেখানে অন্যায় হয় তাহলে আমাকে শত সমালোচনা করলেও আমার কিছু যায় আসে না।
আরও পড়ুন- পরিবেশ রক্ষায় বিশ্বকে পথ দেখাবে বাংলা, আশাবাদী জলবায়ু আন্দোলনকর্মী ওয়াংচুক
_
_
_
_
_
_
_
_
_