‘বাংলাদেশ বিহীন’ কলকাতা বই মেলা: প্রস্তুতি সারা, থিম কান্ট্রি জার্মানি

0
2

কলকাতা আন্তর্জাতিক বই মেলার ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ‘ফোকাল থিম কান্ট্রি’ হিসেবে যোগদান করতে চলেছে জার্মানি। দীর্ঘ প্রচেষ্টার পরে জার্মানি অংশগ্রহণে স্বভাবতই খুশি বই মেলার আয়োজক কলকাতা বুক শেলার্স এন্ড পাবলিশার্স গিল্ডের কর্তারা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড: ফিলিপ একেরম্যান এবং গোয়েটে ইন্সটিটিউটের দক্ষিণ এশিয়ার ডিরেক্টর ড: মারুলা স্টুকেনবার্গের উপস্থিত ছিলেন বইমেলার উদ্যোক্তাদের তরফে আয়োজিত সাংবাদিক সম্মেলনে। সেখানেই তাদের ধন্যবাদ জানান গিল্ডের দুই কর্তা সুধাংশু শেখর দে এবং ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

২৮ জানুয়ারি এই বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিল্ডের তরফে সেদিন দু লক্ষ টাকা মূল্যের বিশেষ সাহিত্য সম্মান তুলে দেওয়া হবে প্রবীণ সাহিত্যিক আবুল বাশারের হাতে। মুখ্যমন্ত্রীই এই পুরষ্কার প্রদান করবেন। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বই মেলা। এই প্রথমবার মেলা প্রাঙ্গণে থাকবে না কোনও হল। আক্ষরিক ভাবেই এবার কলকাতা বই মেলা আয়োজিত হবে খোলা আকাশের নিচে। ২৯ জানুয়ারি বই মেলায় জার্মানি দিবস, ২ ফেব্রুয়ারি শিশু দিবস এবং ৪ ফেব্রুয়ারি সিনিয়র সিটিজেন দিবস পালন করা হবে। বইমেলার অন্যতম বড় আকর্ষণ ‘কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল’ আয়োজিত হবে ৬-৮ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার থাকছে না বাংলাদেশের কোন স্টল। ১৯৯৬ সাল থেকে প্রতিবছর বাংলাদেশের পুস্তক বিপনী সংস্থা গুলি নিয়মিত কলকাতা বইমেলাতে বিপণনের সুযোগ পেয়েছে। কিন্তু এবার তার ব্যতিক্রম। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত গিল্ডের।বাংলাদেশ হাইকমিশন এবার বইমেলাতে স্টল দেওয়ার ব্যাপারে কোনরকম উৎসাহ দেখায়নি। বাংলাদেশের একটি পুস্তক সংস্থা এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে গিল্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে নিয়ম অনুযায়ী পদ্মা পারের প্রকাশনা সংস্থাটিকে হাইকমিশনের মাধ্যমেই আবেদন করতে হবে। বাংলাদেশের স্টল গুলির আয়োজন ছাড়াই এবারের বই মেলা চূড়ান্ত সফল হবে, বৃহস্পতিবার সাফ দাবি জানানো হয়েছে কলকাতা বুক শেলার্স এন্ড পাবলিশার্স গিল্ডের তরফে।

আরও পড়ুন- কোণঠাসা নাইয়া! ‘ভুয়ো’ ডিগ্রি ব্যবহারের অভিযোগে কাকদ্বীপের বাড়িতে তল্লাশি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_