মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিষিদ্ধ স্যালাইন দেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়া তিন প্রসূতির অবস্থা এখনও উদ্বেগজনক। এই মুহূর্তে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রসূতিদের কেউই আপাতত স্থিতিশীল নয়। তবে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মেনে তাঁদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।তিনি জানান, ওই প্রসূতিদের মধ্যে ২ জন সিসিইউ এবং একজন আইটিইউতে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে মিনারা বিবি এবং মাম্পি সিং সিসিইউতে ছিলেন। আর নাসরিন খাতুন আইটিইউতে। তবে এখন মাম্পি সিংকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। আর নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বের করার ট্রায়াল চলছে। যদিও এখনও ওঁর ভেন্টিলেশন চলছে। অন্যদিকে, মিনারা বিবির অক্সিজেন সাপোর্ট লাগছে। তিনজনেরই ডায়ালিসিস দরকার হচ্ছে।
আরও পড়ুন- আমরণ অনশনে আরও ১১১ কৃষক! রিপোর্ট চেয়ে বিপাকে মোদি সরকার
_
_
_
_
_
_
_
_