অজিদের কাছে সিরিজ হারতেই কড়া নিয়ম বিসিসিআই-এর, ফিরতে পারে কোহলির আমলের নিয়ম

0
1

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুরান্ত ব্যর্থ হয় ভারতীয় দল। সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় টিম ইন্ডিয়া। সৌজন্যে ব্যাটিং ব্যর্থতা। আর সূত্রের খবর , এরপর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এরমধ্যে অন্যতম হল ক্রিকেটারদের ফিটনেস। জানা যাচ্ছে ফের ক্রিকেটারদের ফিটনেসে ওপর জোর দেওয়া হয়।

এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, “যেহেতু বেশির ভাগ ক্রিকেটার প্রচুর ম্যাচ খেলে, তাই বোর্ড একটু নরম মনোভাব নিয়েছে। এখন চোট আটকানোর দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। তাই ক্রিকেটারেরাও ফিটনেসের ব্যাপারটা হালকা ভাবে নিচ্ছে। তবে এবার বেশ কিছু কড়া নিয়ম চালু হতে পারে। ফিটনেসের ব্যাপারে ঢিলেমি যাতে না দেখা যায় তা নিশ্চিত করতেই এই কাজ করা হবে।“

অস্ট্রেলিয়া সফর এবং সাম্প্রতিক সিরিজ গুলিতে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ক্যাচ বা ফিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক ক্রিকেটারের শ্লথতা রয়েছে। সেই জিনিস যাতে না হয় তার জন্য কড়া নিয়ম চাইছেন গম্ভীর। তাই কোহলির আমলের ফিটনেস পরীক্ষাগুলি ফিরতে পারে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ফিটনেস নিয়ে পুরনো সিস্টেমে ফিরতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট অধিনায়ক পদ থেকে সরার পর যে ইয়ো ইয়ো টেস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটাই এবার ফেরানো হতে পারে।

আরও পড়ুন- ড্রেসিংরুমের খবর ফাঁস করেন এই ক্রিকেটার, বোর্ডের কাছে অভিযোগ গম্ভীরের : সূত্র