আজ SSC-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি

0
2

নতুন বছরের প্রথম শুনানিতে ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেনি সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত মঙ্গলবার মামলা মুলতুবি হয়ে যাওয়ার পর আজ ১৫ জানুয়ারি ফের শুনানি হতে চলেছে। এর আগে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। এদিন দুপুরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjib Khanna) এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বছর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয়। এর বিরুদ্ধেই সুপ্রিম আদালতে গেছে রাজ্য, এসএসসি এবং চাকরিহারাদের একাংশ। প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে এই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। সেক্ষেত্রে আগের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, না কি যোগ্য-অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা হবে, তা বিবেচনা করে রায় ঘোষণা হবে বলে পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির। রাজ্যের তরফে বারবার দাবি করা হয়েছিল পাঁচ হাজার অযোগ্যদের জন্য পুরো প্যানেল বাতিল করা কখনই যুক্তিযুক্ত হতে পারে না। আজ এই মামলায় শীর্ষ আদালত কী রায় দেয়, বা ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ সম্পর্কে কোনও সিদ্ধান্ত হয় কিনা সেই দিকে নজর থাকবে।