সেবাশ্রয়ের ভিড় মানে সরকারি পরিষেবায় আস্থা নেই তা নয়: স্পষ্ট জানালেন অভিষেক

0
1

সেবাশ্রয়ের ভিড় মানে রাজ্য সরকারি পরিষেবায় আস্থা নেই তা নয়। বুধবার, ফলতায় সেবাশ্রয় শিবির ঘুরে স্পষ্ট জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায় বেশি সংখ্যক শিবিরের কারণেই হাতের নাগালে চিকিৎসা পরিষেবা পেয়ে মানুষ আসছেন। আগামী দিনে আরও বড় আকারে ‘সেবাশ্রয়’ করার পরিকল্পনার কথা জানান অভিষেক।


“সেবাশ্রয়ের প্রতিটি ক্যাম্পে বিপুল পরিমাণে রেজিস্ট্রেশন হচ্ছে। প্রতি ক্যাম্পে গড়ে রোজ সাড়ে তিনশ জন করে আসছেন। চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের কাছে আমরা কৃতজ্ঞ“-বলেন অভিষেক। এর পরেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, সেবাশ্রয়ে এতো ভিড়, তাহলে সরকারি স্বাস্থ্য পরিষেবা মিলছে না? উত্তরে তৃণমূল (TMC) সাংসদ স্পষ্ট জানান, এটা একেবারেই নয়। “রাজ্য সরকার যথেষ্ট করছে। আমি আমার মতো চেষ্টা করেছি“।

এর পরেই অভিষেক (Abhishek Banerjee) স্পষ্ট করেন যে, সেবাশ্রয়ে প্রতি গ্রাম পঞ্চায়েতে ৪টি করে শিবির করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত প্রতি একটি করে স্বাস্থ্য পরিষেবা রয়েছে। যে ক্ষেত্রে বেশ কয়েক কিলোমিটার হেঁটে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়। সেখানে বাড়ির পাশে পরিষেবা পেয়ে লোকে আসছেন।

উদাহরণ স্বরূপ দুয়ারে সরকার প্রসঙ্গ তোলেন অভিষেক। বলেন, দুয়ারে সরকার হয়েছে।  আমাদের সরকার, তৃণমূল সরকারই সেটা করেছে। তৃণমূল সাংসদের কথায় বাড়ির পাশে পরিষেবা পেয়েই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।

এই বিষয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন অভিষেক। তাঁর কথায়, আপনারা তো কলকাতা থেকে এসে আমায় প্রশ্ন করছেন। আপনাদের সংবাদ মাধ্যমের তো স্থানীয় প্রতিনিধিদেররা রয়েছেন। তাঁরা তো প্রশ্ন করছেন না। তাহলে কী তাঁদের উপর আপনাদের আস্থা নেই! এরপরই অভিষেক বলেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজের দায়িত্ব পালন করছেন। মানুষের হয়ে কাজ করার নামই জীবন।

ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, একটা স্বপ্ন দেখতে হবে। আর তা পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আগামী দিন আরও বড় আকারে সেবাশ্রয় করা হবে বলে আশা করেন তিনি। ১২০০-১৪০০ চিকিৎসক এক ছাতার তলায় এসে কাজ করায় তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অভিষেক।