‘বিনোদিনী একটি নাটীর উপাখ্যান’-এর প্রোমোশনের জন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে (NSD) আমন্ত্রণ পেলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ramkamol Mukharjee) এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rkhmini Moitra)। বাংলার নাট্য জগতের বিখ্যাত অভিনেত্রী নটী বিনোদিনীর জীবনের উপর ভিত্তি করে জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক রামকমল এই ছবি তৈরি করেছেন। নাম ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী। এই ছবির বিষয় নিয়ে কথা বলতে তাঁদের ডাকলো ন্যাশনাল স্কুল অফ ড্রামা।
1959 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাশনাল স্কুল অফ ড্রামা তথা NSD। অনেক থিয়েটার এবং চলচ্চিত্র জগতের নামীদামী পরিচালক অভিনেতা-অভিনেত্রী এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অনেকেই শুধু বলিউড কেন হলিউড ও কাঁপিয়েছেন। সেই এনএসডি-র তরফে আমন্ত্রণ পাঠানো হয়েছে রুক্মিণী ও রামকমলকে।
আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, “ন্যাশনাল স্কুল অফ ড্রামার পক্ষ থেকে আমরা ছাত্রদের সঙ্গে বিশেষ কথোপকথনের জন্য পরিচালক রাম কমল মুখার্জি এবং রুক্মিণী মৈত্রকে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। বিনোদিনী দাসী এবং বেঙ্গল থিয়েটারের উত্তরাধিকার এবং জীবনকে রূপালী পর্দায় নিয়ে আসার ক্ষেত্রে অনুকরণীয় কাজের জন্য আমাদের সম্মানিত অতিথি হিসাবে আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত।”
রুক্মিণী মৈত্রের এনএসডি-তে এটিই প্রথম যাওয়া। পরিচালক রামকমল জানান, “এটি আমার এবং আমার টিমের জন্য একটি বিশাল সম্মান।”
–
–
–
–
–
–
–