চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তোলপাড় গোটা দেশ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে ভারত ক্রিকেট দল নিজেদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। তবে ক্রিকেট দল না গেলেও ভারত অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে যাচ্ছেন। আর সেটা চ্যাম্পিয়নস ট্রফির জন্যই। বিসিসিআই বলেছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে গত ২৯ বছরের মধ্যে পাকিস্তানের মাটিতে আয়োজিত প্রথম আইসিসি টুর্নামেন্ট। দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট আয়োজনের মুহূর্তকে স্মরণীয় করে তুলতে চ্যাম্পিয়নস ট্রফির বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাধারণত আইসিসি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সব কটি দলের প্রতিনিধি হিসেবে অধিনায়ক উপস্থিত থাকেন। চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। আর উদ্বোধনী অনুষ্ঠানের অধিনায়ক–পর্বে উপস্থিত থাকতেই রোহিত শর্মা পাকিস্তানে যাবেন।এ বিষয়ে জানা গিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে ভারত অধিনায়ক উপস্থিত থাকবেন। পাকিস্তানে ২৯ বছর পর বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট ফিরছে বলে ব্যাপক আয়োজনের পরিকল্পনা আছে পিসিবির।
পাকিস্তানে সর্বশেষ আইসিসি টুর্নামেন্ট হয়েছিল ১৯৯৬ সালে, যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজক ছিল পাকিস্তান। এরপর যৌথভাবে আয়োজিত ২০১১ বিশ্বকাপেও ম্যাচ আয়োজনের কথা ছিল পাকিস্তানের।তবে ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হলে নিরাপত্তাশঙ্কায় সেখানে আর বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হয়নি। ২০১৫ সাল পর্যন্ত আইসিসির কোনও পূর্ণ সদস্য দেশ পাকিস্তান সফরেও যায়নি।
গত কয়েক বছরে পরিস্থিতির পরিবর্তন হলেও ২০২৩ সালে ভারতের আপত্তিতে এশিয়া কাপের সব ম্যাচ আয়োজন করতে পারেনি পাকিস্তান। ‘হাইব্রিড মডেলে’ বেশির ভাগ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়।এবার ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও ভারত একই অবস্থান নেয়। শেষ পর্যন্ত সামনের চারটি আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান—কেউ অন্য দেশে খেলতে যাবে না সমঝোতায় চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেল যুক্ত হয়েছে।
আট দলের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের সঙ্গে গ্রুপ পর্বে ম্যাচ আছে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। অন্য গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টুর্নামেন্টের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে সাত দল, বাকি শুধু ভারত। রোহিত যদি শেষ পর্যন্ত সত্যিই পাকিস্তানে যান, তবে এটি হবে ২০০৮ সালের পর তার প্রথম পাকিস্তান সফর। ১৭ বছর আগে ভারতের হয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিলেন তিনি। এরপর ভারত আর পাকিস্তান সফরে যায়নি।
–
–
–
–
–
–
–
–
–