আইআইটি বা ফটোগ্রাফি কিছুই নয়, অভয় শান্তি খুঁজে পেলেন মহাকুম্ভে

0
1

মোটা মাইনের চাকরি ছেড়ে সন্ন্যাসীর জীবন। কেন? শুধুমাত্র মানসিক শান্তির জন্য। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ভরসা হারিয়েছেন সেই বিজ্ঞানের ওপর থেকেই। এখন শিবভক্ত হয়ে সন্ন্যাস-জীবন কাটাচ্ছেন হরিয়ানার (Haryana) বাসিন্দা অভয় সিং।

অভয় ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন আইআইটি বম্বে (IIT Bombay) থেক। তারপর ৪ বছর মুম্বই থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ার (engineering) হিসেবে চাকরিও করেন। যত সময় পেরোতে থাকে তিনি বুঝতে পারেন এই চাকরি তাঁর জন্য নয়। চাকরি ছেড়ে তিনি ট্রাভেল ফোটোগ্রাফির (travel photography) কোর্স করেন। এটাই তাঁর ভালোলাগা ছিল। ট্রাভেল ফোটোগ্রাফির পাশাপাশি নিজের একটি কোচিং সেন্টারও খুলেছিলেন। মেধাবী অভয় পড়াতেন ফিজিক্স (Physics)। কিন্তু একসময় সবকিছু ছেড়ে তিনি আধ্যাত্মিক হয়ে ওঠার কথা ভাবেন।

অভয় সিং এখন ‘আইআইটি বাবা’ (IIT Baba) নামেই পরিচিত। মহাকুম্ভ (Maha Kumbh) এখন তাঁর ঠিকানা। অনেকে আবার তাঁকে ‘ইঞ্জিনিয়ার বাবা’ বলে ডাকেন। সোশ্যাল মিডিয়ায় আইআইটি বাবার প্রায় ৩০ হাজার ফলোয়ার্স (followers) রয়েছে। যোগা, ধ্যান এবং আধ্যাত্মিকতা নিয়ে পোস্ট করতে থাকেন তিনি।