বাঘাযতীনে ভেঙে ফেলা হচ্ছে বহুতল, চোখে জল বাসিন্দাদের

0
5

তিল তিল করে টাকা জমিয়ে নিজের স্বপ্নের ঠিকানা খুঁজে পেয়েছিলেন যাঁরা, আজ রাতারাতি মাথার উপর আকাশ ভেঙ্গে পড়েছে সেই ‘শুভ অ্যাপার্টমেন্ট’- এর (Subha Apartment) বাসিন্দাদের। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার বাঘাযতীনের ওই ফ্ল্যাট বাড়ি বিপজ্জনক ভাবে হেলে পড়ে। বাসিন্দারা কেউ ছিলেন না বলে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বিল্ডিং-এর কিছুটা অংশ ভেঙেও পড়েছিল। বুধবার সকাল থেকে সেই ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। চোখের সামনে নিজেদের সম্বলটুকু এভাবে ধূলিসাৎ হয়ে যেতে দেখে অনেকেই কেঁদে ফেলেছেন। আবার কারোর চোখে মুখে আতঙ্কে ছাপ স্পষ্ট।

বুধবার ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার (Debabrata Majumdar) সকাল সকাল ঘটনাস্থলে পৌঁছে যান। স্থানীয়রা বলছেন মাসখানেক আগেই বহু তলে ফাটল দেখা দিয়েছিল। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে বাড়ি মেরামতির কাজ শুরু হওয়ার জন্য পুর কর্তৃপক্ষের তরফে ফ্ল্যাটের বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়া হয়। বাসিন্দাদের একাংশ বলছে, চারতলা বাড়ি নির্মাণের অনুমোদন ছিল না। বিধায়ক জানিয়েছেন, হরিয়ানার এক সংস্থার সাহায্যে বাড়ি লিফট করার চেষ্টা হচ্ছিল, সে ক্ষেত্রেও প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। সিপিএম আমলে এই বাড়ি তৈরি হয়েছে এবং শুধু এটা নয় বাম শাসনকালে তৈরি হওয়া একাধিক কলোনি এলাকায় এই ধরনের কোনও ফ্ল্যাটেরই অনুমোদন নেই। ঘটনার পর থেকে ফেরার বহুতলের প্রোমোটার সুভাষ রায়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে নেতাজি নগর থানা (Netaji Nagar Police Station)।

_