ফলতায় সেবাশ্রয়: চতুর্থদিনে সাড়ে ১২ হাজার পরিষেবা, সংশ্লিষ্ট সকলকে কুর্নিশ অভিষেকের

0
3

“যখন অন্যরা ক্ষমতার জন্য রাজনীতি করে, তখন আমরা মানুষের সেবার জন্য রাজনীতি করি”। ফলতায় সেবাশ্রয়ের চতুর্থ দিনের সাফল্যের পরে নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডায়মন্ড হারবার বিধানসভার পর ফলতা বিধানসভা এলাকায় শুরু হয়েছে সেবাশ্রয়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরে চতুর্থ দিনেও ব্যাপক সাড়া পড়ল ফলতায়। বুধবার ফলতা বিধানসভা এলাকার ৪০টি শিবির উপস্থিতির সংখ্যা ছিল ১২,৬৯৮। তার মধ্যে ১০,৩৭৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ওষুধ বিতরণ করা হয়েছে ১২,১৫৯, জনকে। ৮ জন অতি সঙ্কটজনক রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে অন্য হাসপাতালে। এই নিয়ে ১৪ দিনে ৩ লক্ষ ২৮ হাজার ৪৭ জন পরিষেবা পেলেন।

উল্লেখ্য, নভেম্বরের শেষে অভিষেক এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন। গত ২ জানুয়ারি নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিষেবার কর্মযজ্ঞের সূচনা করেন তিনি। চলবে ২০ মার্চ পর্যন্ত। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় সাত দফায় হবে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কর্মসূচি। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন।

আরও পড়ুন- মাদ্রাসার টেট নিয়ে বড় নির্দেশ আদালতের! ভুল প্রশ্নে অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_