উৎসবের আবহ শেষে এবার পরীক্ষার প্রস্তুতি শুরু। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) দেওয়া হবে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার)। কার্ডে যদি কোনও ত্রুটি থাকে বা কিছু পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে ৬ ফেব্রুয়ারির মধ্যে তা পর্ষদকে জানাতে হবে। ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
পড়ুয়াদের স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বেশ কিছু গাইডলাইন জারি করা হয়েছে শিক্ষক- শিক্ষিকাদের জন্য। পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনও জালিয়াতি বরদাস্ত করা হবে না। পরীক্ষার্থীদের উপর কড়া দৃষ্টি রাখতে হবে। গার্ড দেওয়ায় সময় কোনও আপত্তিকর বিষয় চোখে পড়লে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পর্ষদের নিয়ম মেনে হলে প্রবেশ করতে হবে ছাত্রছাত্রীদের। শুধু যে যে ক্লাসরুমে পরীক্ষা নেয়া হবে সেখানেই নয়, টুকলি বা প্রশ্নফাঁস আটকাতে স্কুলের শৌচালয়-সহ সমস্ত পরীক্ষাকেন্দ্রে নজর রাখা বাধ্যতামূলক।
এক নজরে এবছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন-
- ১০ ফেব্রুয়ারি – বাংলা
- ১১ ফেব্রুয়ারি – ইংরেজি
- ১৫ ফেব্রুয়ারি – অঙ্ক
- ১৭ ফেব্রুয়ারি – ইতিহাস
- ১৮ ফেব্রুয়ারি – ভূগোল
- ১৯ ফেব্রুয়ারি – জীবন বিজ্ঞান
- ২০ ফেব্রুয়ারি – ভৌতবিজ্ঞান
- ২২ ফেব্রুয়ারি – ঐচ্ছিক বিষয়
–
–
–
–
–
–
–
–
–





























































































































