সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। ১০ বছর পর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্স করে টিম ইন্ডিয়া। যার ফলেই সিরিজ হাতছাড়া হয় ভারতের। আর এই হারের পড়ে নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।
সূত্রের খবর, আগামী দিনে বিদেশ সফরে ভারতীয় ক্রিকেটারদের পরিবারের লোকজনকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে চলে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের লোকজনদের পুরো সফরে রাখতে না-ও দেওয়া হতে পারে। সূত্রের খবর, যদি ৪৫ দিনের বিদেশ সফর থাকে, তাহলে স্ত্রীরা মাত্র দুসপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। তার বেশি থাকার ছাড়পত্র পাওয়া যাবে না। এখানেই শেষ নয়। এখন থেকে শুধুমাত্র টিম বাসেই যাতায়াত করবেন ক্রিকেটাররা। আলাদা করে যাওয়ার স্বাধীনতা থাকবে না। দলের সবার সঙ্গে যাতায়াত করতে হবে।
শুধু তাই নয়, সহকারী কোচদের নিয়েও বিসিসিআই বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্রের খবর। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেন অভিষেক নায়ার, মর্নি মর্কেল এবং রায়ান টেন দুশখতে। তাঁদের চুক্তি তিন বছরের বেশি করা যাবে না বলে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। অর্থ্যাৎ সাপোর্ট স্টাফদের সময়সীমা সর্বোচ্চ তিন বছর করা হবে। যেমন গম্ভীরের ক্ষেত্রে ২০২৭-র ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। যা তিন বছরের বেশি। সূত্রের দাবি, নতুন নিয়মে সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে সেটা আর থাকবে না।
আরও পড়ুন- খারাপ ফর্ম কাটাতে ঘোরোয়া ক্রিকেটে ফিরলেন রোহিত
–
–
–
–
–
–
–
–
–