তামিলনাড়ুতে লাইনচ্যুত লোকাল ট্রেন, চালকের তৎপরতায় প্রাণরক্ষা ৫০০-র

0
2

প্রতিদিন ভারতীয় রেলের নতুন নতুন প্রযুক্তি, সাফল্যের খতিয়ান তুলে ধরতে ব্যস্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। অথচ রেলযাত্রীদের দুর্ভোগের যেমন কোনও সুরাহা নেই, তেমনই বাদ পড়ছে না একটি দিনও রেল দুর্ঘটনা। এবার তামিলনাড়ুতে (Tamilnadu) প্রায় ৫০০ যাত্রী নিয়ে লাইনচ্যুত লোকাল ট্রেন। ঘটনা বুঝতে পেরে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনওক্রমে বাঁচল যাত্রীদের প্রাণ।

তামিলনাড়ুর ভিল্লুপুরম থেকে পুদ্দুচেরিগামী (Puducherry) একটি লোকাল ট্রেন (MEMU) মঙ্গলবার ভোরে বেলাইন হয়। ভিল্লুপুরম ছেড়ে বেরোনোর পরেই একটি বাঁক ঘুরতে গিয়ে বিপত্তি ঘটে। মেমু ট্রেনটির একটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। প্রবল শব্দ হতেই সতর্ক হন চালক। তৎপরতার সঙ্গে তখনই ট্রেনটি থামিয়ে দেন তিনি।

সেই সময় ট্রেনে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে প্রায় তিনঘণ্টা বন্ধ হয়ে যায় ভিল্লুপুরম-পুদ্দুচেরি (Villupuram-Puducherry) রুটের ট্রেন চলাচল। তিন ঘণ্টার বেশি সময়ের প্রচেষ্টায় মেমু (MEMU) ট্রেনটিকে লাইনে তোলার পরে স্বাভাবিক হয় রেল চলাচল।