অন্তঃসত্ত্বা পুলিশদের বিকল্প উর্দি! এবার সালোয়ার-কামিজ পরতে পারবেন অফিসাররা

0
2

অন্তঃস্বত্ত্বা ও স্তনদাত্রী মহিলা পুলিশদের কাজের সুবিধার্থে উর্দিতে পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার থেকে এই পরিস্থিতিতে আঁটোসাটো উর্দির পরিবর্তে তাঁরা ঢিলেঢালা, আরামদায়ক সালোয়ার কামিজ পরতে পারবেন। ইনস্পেক্টর স্তর পর্যন্ত মহিলা পুলিশ এই সুবিধা পাবেন।

ডিজি রাজীব কুমারের স্বাক্ষর সম্বলিত এই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, অন্তঃস্বত্ত্বা অবস্থার দ্বাদশ সপ্তাহ থেকে সন্তান জন্ম নেওয়ার ১ বছর পর্যন্ত এই ধরণের পোশাক পরতে পারবেন তাঁরা। কমিশনারেট এলাকার জন্য সাদা ও রাজ্য পুলিশের ক্ষেত্রে খাকি রঙের সালোয়ার কামিজ পরা যাবে। কামিজের দৈর্ঘ্য হাঁটু পর্যন্ত হতে হবে। দু’‌পাশে পকেট থাকবে। আড়াই মিটারের জর্জেট দো–পাট্টা ব্যবহার করতে হবে। কামিজের কাঁধে ফ্ল্যাপ থাকবে। সালোয়ারের বদলে স্ট্রেট প্যান্টও পরা যেতে পারে। পায়ে কালো জুতো পরতে হবে। কমিশনারেট হলে সাদা, রাজ্য পুলিশ হল এ খাকি মোজা পরতে হবে। এই পোশাক পরা অনুমতি নিতে গেলে আবেদনপত্রের সঙ্গে এই সংক্রান্ত উপযুক্ত নথী দিতে হবে। সন্তানসম্ভবা পুলিশ কর্মীরা আঁটোসাটো উর্দি পরে ডিউটি করতে গিয়ে অস্বাচ্ছন্দ্য বোধ করতেন। কোথাও কোথাও উর্দির বদলে সালোয়ার কামিজ পরার অনুমতি দেওয়া হত। কিন্তু এবার ভবানীভবন থেকে পুলিশের শীর্ষকর্তারা কেন্দ্রীয়ভাবে এই নির্দেশিকা জারি করলেন। তবে এই ধরণের পোশাক পরা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে পরতে পারেন। ভবানীভবনের এই নতুন সিদ্ধান্ত সারা রাজ্যে দ্রুত কার্যকরী করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- সিনেপ্রেমীদের জন্য সুখবর, শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_