বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডি। মেলবোর্ন টেস্টে শতরান করেন তিনি। আর এবার অন্য ভূমিকায় দেখা গেল ভারতের এই তরুণ ক্রিকেটারকে। অজি সফর শেষ করে দেশে ফিরে তিরুপতি মন্দিরে গেলেন নীতিশ। সেখানে হাঁটু মুড়ে সিঁড়ি চড়ে তিরুপতি মন্দিরে যান ভারতীয় ক্রিকেটার। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোষ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।
যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, “ হাঁটু মুড়ে তিরুপতি মন্দিরের সিঁড়ি চড়ছেন তিনি। এরপর একেবারে নিয়ম মেনে পুজোও দেন তিনি। এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডীয়ায়। প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
বর্ডার-গাভাস্কর ট্রফির মেলবোর্ন টেস্টে শতরান করেছেন নীতিশ। নীতিশের ব্যাটিং গ্যালারিতে বসে দেখেছিলেন তাঁর পিতা। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। মেলবোর্নের সেই ইনিংসের পরে নীতিশের ব্যাটিংয়ের প্রশংসা করেন ক্রীকেটপ্রেমীরা।
আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে হারের ধাক্কা, বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রীদের নিয়ে কড়া সিদ্ধান্ত বিসিসিআই-এর
–
—
–
—
–
—
–
—
–