মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ সারলেন চামলিং। সস্ত্রীক তাঁর এই সাক্ষাৎ রাজনৈতিক সৌজন্য বিনিময়ের উদ্দেশ্যেই বলে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন।
সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এদিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘আজ নবান্নে, শ্রী পবন চামলিংয়ের সাথে দেখা করার সৌভাগ্য হল, যিনি ২৫ বছর (১৯৯৪-২০১৯) সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এটি ছিল একটি রাজনৈতিক এবং সৌজন্যমূলক সাক্ষাৎ, যেখানে শ্রী পবন চামলিং সদয়ভাবে সিকিম সফরের আমন্ত্রণ জানান, সহযোগিতার সম্ভাবনা এবং অভিন্ন লক্ষ্যে একসাথে কাজ করার উপর জোর দেন’।
আরও পড়ুন – অন্তঃসত্ত্বা পুলিশদের বিকল্প উর্দি! এবার সালোয়ার-কামিজ পরতে পারবেন অফিসাররা
_
_
_
_
_
_
_
_
_