জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গি নাশকতা যেন থামাতেই পারছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ফের পুরোনো কায়দায় সক্রিয় জঙ্গিরা। রাজৌরিতে Rajouri) ল্যান্ড মাইন (land mine) বিস্ফোরণে গুরুতর আহত ছয় জওয়ান। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এখনও এই হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি।
রাজৌরি (Rajouri) সেক্টরের নওসেরা সীমানা এলাকায় রুটিন তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনা। গোর্খা রাইফেলসের (Gorkha Rifles) একটি ট্রাকে তাঁরা পেট্রোলিং করার সময় খাম্বা ফোর্ট এলাকায় আচমকা বিস্ফোরণ (land mine blast) হয়। ঘটনায় ট্রাকে থাকা ছয় গোর্খা জওয়ান আহত হয়। তবে সবার অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানানো হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–