পোখরানে ‘নাগ এমকে ২’-এর সফল উৎক্ষেপণ DRDO-র

0
3

শক্তিশালী হচ্ছে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র (Indian Defence sector)। পোখরানে অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ‘নাগ এমকে ২’-এর (Nag Mark 2) সফল উৎক্ষেপণ করল DRDO। তৃতীয় জেনারেশনের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে সোমবার। প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry of India) তরফে জানানো হয়েছে, স্বল্প দূরত্ব ও সর্বাধিক দূরত্বে এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের (Anti Tank Guided Missile) পরীক্ষা সফল হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যে কোনও জটিল অপারেশনে ভারতীয় সেনার (Indian army) গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে ‘নাগ মার্ক ২’। পোখরান ফায়ারিং রেঞ্জে সেনা আধিকারিকদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এই ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, তা সে ট্যাঙ্ক হোক বা সাঁজোয়া গাড়ি। সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় এই মিসাইল নিয়ে যেতে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।