১৭ জানুয়ারি উদ্বোধন হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) নামাঙ্কিত রিসার্চ সেন্টারের (Research Center)। ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’। নিউটাউনে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। আর সেখানেই দেখা গেল ঝাঁটা দিয়ে মুখ পরিষ্কার হচ্ছে জ্যোতি বাবুর প্রতিকৃতির। রাজনৈতিক মহলের প্রশ্ন, আর একটু যত্ন বা সৌজন্য কি প্রদর্শন করা যেত না প্রয়াত বাম জননেতার প্রতি!
১৭ জানুয়ারি জ্যোতি বসুর প্রয়াণ দিবসে সকাল ১০টায় জ্যোতি বসু (Jyoti Basu) সেন্টার ফর সোস্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর নিজস্ব ভবনের প্রথম পর্যায়ের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন CPIM পলিট ব্যুরো সদস্য ও দলের কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর প্রকাশ কারাট (Prakash Karat)। স্মারক বক্তৃতা দেবেন প্রকাশ কারাট-সহ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একই সঙ্গে সেন্টারের গ্রন্থাগার ও প্রদর্শনী কক্ষেরও উদ্বোধন হবে।
২০২২-র ৮ জুলাই জ্যোতি বসুর ১০৯তম জন্মবার্ষিকীতে এই রিসার্চ সেন্টারের কাজ শুরু হয়। কর্মীদের দানের টাকায় এই সেন্টারটি গড়ে উঠেছে বলে দাবি সিপিএমের। ১৭ জানুয়ারি, জ্যোতি বসুর মৃত্যুদিনেই এটির উদ্বোধন। সেই সঙ্গেই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকও হতে পারে। এখন চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। কাজ ঘুরে দেখেন বিমান বসু, রবীন দেব-সহ সিপিএম নেতৃত্ব।
আর এর ফাঁকেই একটি ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়া। ছবির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। তাতে দেখা যাচ্ছে, ঝাঁটা দিয়ে জ্যোতি বসুর ছবি পরিষ্কার হচ্ছে। পরিষ্কারের জন্য কাপড়, ডাস্টার-সহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম রয়েছে। সেখানে কেন প্রয়াত মুখ্যমন্ত্রীর মুখে ঝাড়ু মারা হচ্ছে! এটা কী তাঁর স্মৃতির প্রতি অসম্মান নয়? প্রশ্ন তুলল রাজনৈতিক মহল।
–
–
–
–
–
–
–





























































































































