তার ডাকনাম ভূত । এক জায়গায় কখনও তাকে বেশিক্ষণ দেখা যায় না। কখনও শিয়ালদহ স্টেশন তো পরক্ষণেই হাওড়া ময়দানের বাসস্ট্যান্ড। কিন্তু পুলিশের দক্ষতার কাছে তার সব জারিজুরি খতম। ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ খুনে অন্যতম অভিযুক্ত ভূত ওরফে সুমিত পাসোয়ানকে গ্রেফতার করল পুলিশ । বয়স মাত্র ১৯ বছর ৷ সোমবার সকালে ব্যারাকপুরের জগদ্দল রেলস্টেশন চত্বর থেকে পাকড়াও করা হয় তাকে। সব মিলিয়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করেছে ।সোমবার দুপুরে ধৃত সুমিত পাসোয়ান ওরফে ‘ভূত’কে ব্যারাকপুর আদালতে পেশ করে পুলিশ ।
প্রসঙ্গত, গত বছরের ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা অশোক সাউ। তিনি দলের ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি ছিলেন । ভোটের দিন চায়ের দোকানে ঢুকে সুজল-সহ তার দলবল অশোক সাউকে গুলি করে খুন করে । নিহত অশোকের পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় সুজল-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন । তদন্ত নেমে ঘটনার পরের দিনই পুলিশ কাউসার আলি নামে এক দুষ্কৃতীকে প্রথমে গ্রেফতার করে । তাকে জেরা করে পুলিশ তৃণমূল নেতা খুনের ঘটনায় সুজল পাসোয়ানের জড়িত থাকার কথা জানতে পারে । এরপর, ধৃত কাউসার ও সুজল পাসোয়ানকে জেরা করে পুলিশ একে একে বাকি অপরাধীদের সন্ধান পায় ।
–
–
–
–
–
–
–
–
–
–
–