ওয়াকফ সংশোধনী বিল: এবার শহর ঘুরবেন জেপিসি সদস্যরা

0
1

ওয়াকফ বিলের (Waqf Bill) প্রস্তাবিত সংশোধনীতে বিরোধীরা সব থেকে বড় আপত্তি তুলেছিলেন সমীক্ষা নিয়ে। কোনও ক্ষেত্রে সমীক্ষা না করে, কোথাও বা সমীক্ষা এনজিও-কে দিয়ে করিয়ে প্রস্তাব পেশ করেছিল কমিটি। বাস্তব পরিস্থিতি থেকে তাই ওয়াকফ বিল যোজন দূরে রয়ে গিয়েছিস। এবার সংশোধনী বিলের জন্য তৈরি যৌথ সংসদীয় কমিটির (JPC) সদস্যরা নিজেরাই ঘুরবেন একাধিক শহরে। সেই সফর শুরু হবে ১৮ জানুয়ারি থেকে।

ওয়াকফ সংশোধনী বিল (Waqf bill) পর্যালোচনার দায়িত্বপ্রাপ্ত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির সদস্যরা এবার বিলটির সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহ করার জন্য কলকাতা (Kolkata), পাটনা (Patna) এবং লখনৌ (Lucknow) সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ সোমবার নয়াদিল্লিতে সংসদীয় সূত্রে জানানো হয়েছে আগামী ১৮-২১ জানুয়ারির মধ্যে আয়োজিত হবে এই সফর৷ প্রথম দিন ১৮ জানুয়ারি পাটনায় মিলিত হবেন জেপিসির (JPC) সদস্যরা৷ সেখানে তাঁরা আলোচনায় বসবেন বিহারের আইন এবং সংখ্যালঘু বিভাগের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে৷ এর পাশাপাশি সেদিনই বিহার বার কাউন্সিলের সদস্যদের সঙ্গেও একটি বৈঠক করবেন তাঁরা৷

একই দিনে ঝাড়খন্ডের (Jharkhand) সরকারি আমলারাও পাটনায় জেপিসি সদস্যদের সামনে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তাদের বক্তব্য রাখবেন৷ পরের দিন ১৯ জানুয়ারি কলকাতায় গিয়ে রাজ্য ওয়াকফ বোর্ড (state waqf board) এবং বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন জেপিসি (JPC) সদস্যরা৷ এর পরে ২১ জানুয়ারি লখনৌ পৌঁছে উত্তরপ্রদেশ সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জেপিসির সদস্যরা৷ সংসদীয় সূত্রের দাবি, ২১ তারিখের বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশ শিয়া বোর্ডের প্রতিনিধিরাও৷