বিনামূল্যে অটোতে সওয়ারি করছেন‌ অটোচালক, কেন জানেন ?

0
1

বেনজির ! এক অটোচালক সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদেরকেই, যাদের জীবনে প্রেম নেই । জীবনে একা রয়েছেন এমন মানুষদের বিনামূল্যে অটোয় সওয়ারি করছেন‌ ওই অটোচালক। তাদের মনে আশাও জোগান। ওই অটোচালকের একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। ওই অটো চালক কোথাকার তাও ভিডিওতে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়তে দেখা গিয়েছে, পাগড়ি পরে অটো চালাচ্ছেন এক অটোচালক। তার গাড়ির আগাপাশতলা ফুল দিয়ে সাজানো। অটোর বাইরে বিভিন্ন রকমের মন্তব্য লেখা রয়েছে। পাশাপাশি লেখা রয়েছে, ‘‘ফ্রি রাইড ফর সিঙ্গল’’। গাড়ির পিছনে লেখা, ‘‘কোনও জীবনসাথী দেখলে গাড়ি দাঁড় করিয়ে দেবেন।’’ অটোর ভিতরে লেখা, ‘‘এমন কারও সঙ্গে জীবন কাটান, যাঁর সঙ্গে অটোতে উঠেও মনে হবে বিলাসবহুল গাড়িতে চড়েছেন।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।