দক্ষিণ কলকাতার স্কুলে কাঁচ ভেঙে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছে তিন পড়ুয়া। এদের মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়ার আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও স্কুলের বক্তব্য, তিন জন নয়, দু’জন পড়ুয়া আহত হয়েছে।
এই ঘটনার পরেই স্কুলে রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। ঘটনাস্থলে যায় টালিগঞ্জ থানার পুলিশ।
ঘটনা সূত্রপাত সোমবার সকাল ৭টা নাগাদ। সার্দান অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে প্রার্থনা শুরু হওয়ার ঠিক আগে স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে পড়ে পড়ুয়াদের উপরে। দৌড়ে আসে অন্য পড়ুয়ারা। ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও।
কর্তৃপক্ষের বক্তব্য, কয়েক জন পড়ুয়া জোরে জানলা খুলতে যাওয়ায় কাচ ভেঙে নীচে পড়ে। যদিও এই যুক্তি মানতে চাননি অভিভাবকেরা। প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
–
–
–
–
–
–