প্রণয় ভার্মাকে সমনের পরে হুঁশ ফিরল! তলব বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারকে

0
1

সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশ। সাধারণ নাগরিক থেকে জঙ্গিরাও কাঁটাতার বিহীন এলাকা দিয়ে ঢুকে পড়েছে ভারতে। অন্তর্বর্তী সরকারের আমলে মাত্র পাঁচ মাসে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। এরপর হঠাৎই তটস্থ হয়ে সীমান্ত কাঁটাতারে ঘেরা শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রক (MEA)। আর তাতেই বাধা বাংলাদেশ বিজিবির (BGB)। আশ্চর্যজনকভাবে তখনও চুপ নরেন্দ্র মোদির সরকার। শেষে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ সরকার তলব করার পরে হুঁশ ফিরল ভারতের। চরম অপমান সহ্য করে তলব পাঠানো হল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার (Dy High Commissioner) নুরুল ইসলামকে।

রবিবারই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রকের সমনে দেখা করতে যান ভারতের হাই কমিশনার (High Commissioner) প্রণয় ভার্মা। সেখানে সীমান্তে অনুপ্রবেশ, জঙ্গি কার্যকলাপ, চোরাচালান ও মানব পাচার নিয়ে ভারতের মতামত তুলে ধরা হয়। কিন্তু কার্যত সেখানেও কাঁটাতার বসানো নিয়ে জোরালো সওয়াল যে হয়নি ভারতের পক্ষ থেকে তা প্রণয় ভার্মার বক্তব্যতেই ছিল স্পষ্ট।

বাংলাদেশের কাছে মুখ পোড়ার পরে অবশেষে হুঁশ ফিরেছে অমিত শাহ, এস জয়শঙ্করের। সোমবার বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) তরফে তলব করা হল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (Dy High Commissioner) নুরুল ইসলামকে। যদিও বাংলাদেশের আমলা বেরিয়ে এসে কিছু জানাননি। তবে বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশকে। এছাড়াও সীমান্তে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক কালে বিএসএফের সঙ্গে যে অশান্তি শুরু করেছে বিজিবি (BGB), তা নিয়েও বার্তা দেওয়া হয়েছে ইউনূস সরকারকে ডেপুটি হাই কমিশনার মারফৎ।