স্বাস্থ্য পরিষেবার মধ্যে দিয়ে আরো বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়েছিল সেবাশ্রয় স্বাস্থ্য শিবির (Sebaashray camp)। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এই উদ্যোগ ছুঁয়ে গিয়েছে একাধিক জেলার মানুষকে। রবিবার একাদশ দিনে তা স্পর্শ করল নতুন উচ্চতা। শুরু হল সেবাস্রয়ের দ্বিতীয় ধাপের পরিষেবা, ফলতা (Falta) বিধানসভায় এলাকায়।
ডায়মন্ড হারবারে (Diamond Harbour) সাধারণ নাগরিকদের বিপুল সাড়ার পরে ফলতায় (Falta) সেবাশ্রয় শিবির শুরু হওয়ার পর সেখানেও মানুষের আস্থা অর্জনে সক্ষম সেবাশ্রয়। শিবির শুরু হওয়ার সময় থেকে রবিবার পর্যন্ত সর্বমোট রেজিস্ট্রেশন হয়েছে ২ লক্ষ ৮৭ হাজার ৬৮১ জনের। এরই মধ্যে রবিবার শুরু হয়েছে ফলতার শিবির। প্রথম দিন সেখানে রেজিস্ট্রেশন হয়েছে ১১ হাজার ৪৫২ জনের।
১১ দিন ধরে টানা পরিষেবা দেওয়ার পর সাংসদ অভিষেকের (Abhishek Banerjee) দাবি, এটা সবেমাত্র শুরু। নাগরিকদের পরিষেবা দিতে আমাদের দায়বদ্ধতার কোন সীমা নেই।
–
–
–
–
–
–
–
–