চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের নির্বাচকদের বিশেষ বার্তা টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শ্রেয়স আইয়রের। দীর্ঘদিন ধরে বাদ জাতীয় দল থেকে। টিম ইন্ডিয়ার দরজা এখনও এখনো খোলেনি শ্রেয়সের। জাতীয় দলে ফিরতে ঘোরোয়া ক্রিকেটে নিজের সেরা পারফরম্যান্স দিচ্ছেন তিনি। তবুও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পাননি শ্রেয়স। তবে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সেই সিরিজে সুযোগ পেতে মরিয়া পাঞ্জাব কিংসের অধিনায়ক।
এই নিয়ে এক সাক্ষাৎকারে শ্রেয়স বলেন, “ অবশ্যই জাতীয় দলে ফিরতে চাই। ব্যাটিং পজিশন নিয়েও ভাবছি না। যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি। বিশ্বকাপের একটা ম্যাচে কেএলের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা জুটি গড়েছিলাম। দারুণ মরশুম ছিল সেটা। তবে শেষ ধাপ ফাইনাল এসে আমরা পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আমাকে নেওয়া হলে সেটা খুব গর্বের মুহূর্ত হবে।“
শেষ বার ২০২৪-এর আগস্টে ভারতের হয়ে খেলেছিলেন শ্রেয়স। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে সুযোগ পেয়েছিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন- সত্যি কি অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা? এল বড় আপডেট
–
–
–
–
–
–
–
–
–