এক সপ্তাহ আগে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে (IED blast) মৃত্যু হয়েছে আট ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (DRG) জওয়ান ও এক গাড়ি চালকের। এরপরই শুরু হয় পাল্টা নিরাপত্তা কর্মীদের তরফে তল্লাশি। অবশেষে রবিবার সাফল্য জওয়ানদের। বিজাপুরের (Bijapur) জঙ্গলে পাঁচ মাওবাদী (Maoist) নিধনের পাশাপাশি উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র।
রবিবার বিজাপুরের ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের (Indravati National Park) ভিতরে শুরু হয় জওয়ান ও মাওবাদীদের গুলির লড়াই। গোপণ সূত্রে খবর পেয়ে শনিবারই জঙ্গলে পৌঁছে গিয়েছিল ডিআরজি (DRG) ও সিআরপিএফ (CRPF) জওয়ানরা। এরপর গুলির লড়াইতে মৃত্যু হয় পাঁচ মাওবাদীর (Maoist)। তার মধ্যে দুজন মহিলা। যদিও তার আগে শনিবারই মাইন বিস্ফোরণে আহত হন রাকেশ কুলুর নামে সিআরপিএফের এক জওয়ান। তাঁকে বিজাপুর হাসপাতালে ভর্তি করা হয়।
বিজাপুরের তল্লাশি ও গুলির লড়াইতে প্রথমে পিপলস লিবারেশন গেরিলা আর্মি-র (PLGA) তিন মাওবাদীর মৃত্যু হয়। পরে দুই মহিলা মাওবাদীর দেহও উদ্ধার হয়। তাদের থেকে একাধিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র (automatic firearm) ও বিস্ফোরক উদ্ধার হয়।
–
–
–
–
–
–
–
–