একটা ছোট্ট দোকান চালান তারা। রীতিমতো লড়াই করে জীবনযুদ্ধে বেঁচে ছিলেন তারা। সকালে দোকান খুলতে হবে। তাই রাতে ছোলা সেদ্ধ করতে বসিয়েছিলেন। কিন্তু সকাল আর দেখতে পেলেন না দুই যুবক। আসলে স্টোভে ছোলা সেদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে তাঁদের নিথর দেহ উদ্ধার করলেন প্রতিবেশীরা। ছোলা পুড়ে গিয়ে ধোঁয়ায় ঘর ভরে যায়। তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ওই দু’জনের।
স্থানীয়রা জানিয়েছেন , ঠেলাগাড়িতে খাবার বিক্রি করতেন তারা। দু’জনেরই বয়স ২০-র কোটায়। নয়ডার সেক্টর ৭০ এলাকা থেকে এই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। ২২ বছরের উপেন্দ্র এবং ২৩ বছরের শিবম বাসাই গ্রামে একটি ঘর ভাড়া নিয়েছিলেন থাকার জন্য। বাড়িতে রান্না করে বিক্রি করতেন বাজারে। ছোলে বটুরে তৈরির জন্য রাতেই তাই ছোলা সেদ্ধ করতে বসিয়েছিলেন। আর তাতেই অঘটন ঘটে গেল। (Smoke Suffocation Death)
জানা গিয়েছে, স্টোভে ছোলা সেদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে পড়েন তারা। এর ফলে একটা সময় পর ছোলা পুড়তে শুরু করে। ধোঁয়ায় ভরে যায় গোটা ঘর। শ্বাসরুদ্ধ হয়ে মারা যান দুই যুবক।
–
–
–
–
–
–
–
–
–