ভারত সীমান্তে বাড়ছে বাংলাদেশি দুষ্কৃতীদের দাপট। বাংলাদেশি চোরাচালানকারীদের রুখতে গিয়ে কালিয়াচক সীমান্তে আক্রান্ত হল BSF। সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, আত্মরক্ষায় গুলি পর্যন্ত চালাতে হয় জওয়ানদের। (India-Bangladesh Border)
একদিকে কাঁটাতারের বেড়া তুলতে বাধা দিয়ে BGB-র উস্কানি, আর অন্য দিকে, চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা। নৈরাজ্যের বাংলাদেশে অস্থিরতার আবহে, সীমান্তে জোড়া চ্যালেঞ্জ BSF-এর সামনে। (Malda News)।
সেই সঙ্গে নানা ভাবে বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার বাড়ছে এপারের সীমান্ত ঘেঁষা নিরীহ গ্রামবাসীদের ওপর।
মালদহের কালিয়াচকে নওদা সীমান্তে বাংলাদেশি চোরাকারবারিদের হাতে আক্রান্ত হল BSF। তাদের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রে জানা গিয়েছে, শুক্র ও শনিবারের মধ্যরাতে হামলার ঘটনা ঘটে।বাংলাদেশি চোরাচালানকারীদের প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল ১১৯ নম্বর ব্যাটালিয়নের পাহারারত BSF জওয়ানদের ওপর হামলা চালায়। BSF জওয়ানদের চোখে হাই বিম টর্চের আলো ফেলে চড়াও হয় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়।
–
–
–
–
–
–
–
–
–





























































































































