শীতের মরসুমে রবিবারের সকালে টাকী বয়েজ স্কুল মাঠে উপচে পড়া ভিড়। ব্যস্ত বিদ্যালয়ের প্রাক্তনীরা, খোশমেজাজে এদিন ওদিক ছুটোছুটি কিশোর পড়ুয়াদের। আসলে আজ স্কুলের মাঠে একটু অন্য মেজাজ। কারণ টাকী বয়েজ অ্যালমনি অ্যাসোসিয়েশন কলকাতা (TBAAK) আয়োজিত টিব্যাক কার্নিভালে (TBAAK Carnival 2025) মজেছেন সবাই। শিকড়ের টানে ফিরে যাওয়ার এ এক অনন্য অনুভূতি। প্রত্যেক বছরের মতো এবারেও এই অনন্য উদ্যোগে সাড়া দিয়েছেন বর্তমান – প্রাক্তন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক, শুভাকাঙ্ক্ষী সকলেই। স্কুলের প্রথম ব্যাচের বর্ষীয়ান প্রাক্তনী থেকে এখনকার সদ্য কলেজে যাওয়া কিশোর, সব প্রজন্ম হাজির। দুদিন ব্যাপী আয়োজিত (১১-১২ জানুয়ারি) এই কার্নিভালে রবিবার উপস্থিত ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক, সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra),ওম সাহানি, পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ramkamal Mukhopadhyay), বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ তথা স্কুলের প্রাক্তনী কুণাল ঘোষ (Kunal Ghosh),বিশিষ্ট উদ্যোগপতি সমর নাগ, টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায়চৌধুরী, অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলার সমিত রায়, সহ বহু বিশিষ্টরা। ছিলেন প্রধান শিক্ষিকা ডক্টর স্বাগতা বসাক মল্লিক, টিব্যাকের সদস্যবৃন্দ এবং বাকি শিক্ষিকা-শিক্ষকরাও।


এদিন কোনও রাজনৈতিক পরিচয়ে নয় বরং টাকী বয়েজ স্কুলের (G.S.M.S Boys Taki House) প্রাক্তনী হিসেবে পড়ুয়াদের সঙ্গে মিশে গেলেন কুণাল ঘোষ। স্কুলের প্রতি ভালবাসা আর নস্টালজিয়ার কথা ভাগ করে নিলেন সকলের সঙ্গে। টাকী বয়েস স্কুলের প্রধান শিক্ষিকা- টিব্যাকের সভাপতি স্বাগতা বসাক মল্লিক বলেন, বছরের শুরুতে প্রাক্তনীদের এই অনুস্থানের মধ্যে দিয়ে সারা বছর ভাল কাজ করার অনুপ্রেরণা ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। সরস্বতী পুজোতে বিশেষ চমকের ঘোষণা করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তাও সকলকে পড়ে শোনান তিনি। কুণাল ঘোষের কথা বিশেষভাবে উল্লেখ করে তাঁকে ধন্যবাদও দেন প্রধান শিক্ষিকা। এদিন অভিনেতা কাঞ্চন মল্লিক জানান স্বামীজির জন্মদিনে এভাবে যুবসমাজের সঙ্গে মিশে যাওয়ার উপলব্ধি দারুণ। কথায় কথায় স্কুলের অভিজ্ঞতা, ছাত্র জীবনের স্মৃতি ভাগ করে নেন তিনি। এদিনের অন্যতম আকর্ষণ ছিল নচিকেতার গান। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কথায় গানে মাতিয়ে দিলেন ‘নীলাঞ্জনা’ গায়ক। ‘অ্যাম্বিশন’, ‘অনির্বাণ’, ‘তুমি আসবে বলে’ গানে ফিরিয়ে দিলেন নয়ের দশকের নস্টালজিয়া। তাঁর সঙ্গে পুরনো দিনের গানে গলা মেলালেন কুণাল ঘোষ। TBAAK কার্নিভালে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মুক্তি পাচ্ছে বাংলা ছবি ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ বঙ্গ রঙ্গমঞ্চের উপেক্ষিতা মহিলা সুপারস্টার বিনোদিনী দাসীর জীবনী আগামী ২৩ জানুয়ারী বড়পর্দায় দেখার অনুরোধ করেন তিনি।

এককথায় টাকী বয়েজ স্কুল প্রাঙ্গণে প্রাক্তনীদের ‘টিব্যাক কার্নির্ভাল’ দ্বিতীয় দিনের প্রথমপর্ব জমজমাট। নচিকেতার গান থেকে কাঞ্চনের আকর্ষণীয় সংলাপবিনিময়, রুক্মিনী-রামকমল-ওমদের ‘বিনোদিনী’ ছবির উপস্থাপনা এবং শিক্ষক অর্কর নেতৃত্বে ছাত্রবাহিনীর গান এক গুচ্ছ ভাললাগা মুহূর্তের জন্ম দিল। সন্ধেয় এই কার্নিভালের দ্বিতীয় তথা শেষ পর্ব অনুষ্ঠিত হবে।
–
–
–
–
–
–
–
–
–





























































































































